সেই কবে থেকে তুমি আমাকে
রহমের চাদরে রেখেছো ঢেকে
তোমার ডাকে না দিয়ে সাড়া
জুলুম করেছি শুধু আমি নিজেকে…
অন্ধতো নই আমি, দিয়েছো আলো
বধির তো নই আমি শুনেছি আজান
মুখের জড়তা ছিলো এমনোতো নয়
দু’হাত শূন্য তবু নেই সঞ্চয়।।
আজ বড় অবেলায় পথ কাটে কে?
আগেও যে কেটেছিলো, একই বিবেকে!
চাই চাই আরো চাই, আরো চাই আরো
এ চাওয়ার শেষ ছিলো দেখিনিতো কারো,
চাইতে ভুলেছি শুধু তোমার দিদার
এর চেয়ে আর কি আছে হতাশার?
তবুও আশায় বাঁচি, ওগো দয়াময়
কেউ না জানুক তুমি জানো এ হৃদয়।
দূর করো ভয়, দূর করো সংশয়
দু’হাত শূন্য কিছু নেই সঞ্চয়।।
আজ বড় অবেলায় তোমাকে ডেকে
ক্ষমা চাই, ক্ষমা করো তুমি আমাকে।
২৪.০১.২২
মন্তব্য করুন