সুতোহীন মাকড়ের পেটে
মধু খোঁজো আহা প্রিয়তম;
মৌচাকে ঢিল ছুড়ে একবার মরেছিলে তাই!
আমরা আগুন হাতে এখানেই আছি,
যদি চাও বান্ধব হবো।
আমাদের সোজা পথ, সরল জীবন
স্বার্থের বাড়াবাড়ি নেই;
একটাই আকাশের নিচে
সাদামাটা ঘর, বৃষ্টিতে ভিজি,
জোছনায় পিপাসা মিটাই।
হাতের মশাল আর মিছিলের ভয়ে
তুমি যদি আঁধারেই থাকো,
জেনে রাখো মধু নয়, সুতোহীন মাকড়ের পেটে
বিষ থাকে বিষ।
২৮.০২.২২
মন্তব্য করুন