১.
শুকনো ঠোঁটের চেয়ে দাহ্য কিছু নেই-
প্রিয়তমা তুমি বুঝি বৃষ্টির সন্ধানে আছো?
মেঘেরা আমার বুকে লুকিয়েছে বহুকাল আগে
আকাশের মতো এক শূন্যতা করেছি আবাদ
সেখানেই মেঘগুলো থাকে।
২.
সাগরের নীলছোঁয়া কি গভীর দৃষ্টি তোমার!
প্রিয়তমা আমি এক ডুবে যাওয়া জাহাজের পেটে
ঝড়ের কবলে পড়া নাবিকের প্রার্থনা জানি;
কেউ তাকে বাঁচাতে পারেনি।
২৬.০২.২২
মন্তব্য করুন