এখান থেকে ছয়টা বাড়ি পরে
একটা শিশু পাথর জমা করে,
পাথরগুলোর নাম দিয়েছে গুটি
তার সাথে রোজ ইচ্ছে পাথর খুটি।
তিন বাড়ি পর ছোটোন বলে কথা
তার সে ভাষা সর্বজনীন বটে!
কেউ বোঝেনা, না বুঝলে তাও শোনে
তার কবিতা সারা পাড়ায় রটে।
আর যে খোকা বাদাম বেচে মোড়ে
বাদাম বেচে, পাথর খোটে, জমায়;
তার দু’চোখে পাখি এবং খাঁচা
তার প্রতিদিন অন্যরকম বাঁচা।
০১.০৩.২২
নতুন এক মাত্র, মে-জুন ২০২২ সংখ্যায় প্রকাশিত
মন্তব্য করুন