শোনো এক ঝলসে যাওয়া ফাগুন রাতের গল্প বলি-
সে রাতের মুঠোয় ভরা জোনাক ছিলো, জোছনা ছিলো
হঠাৎ এক শান্তিবাদী বিষ্ফোরণের সূত্র ধরে
প্রেমিকার ছিন্ন দেহের সাক্ষ্যি হলো প্রেমিক পুরুষ।
ইতিহাস লেখলো যারা তাদের ঘরেও কণ্যা ছিলো,
বোমারু বিমানগুলোর মডেল ছিলো শিশুর হাতে;
ফাগুনের এ রূপ দেখে সাম্যবাদী কতক কবি
কলমের বল ঘুরিয়ে, নাম কুড়ালো; জমলো আসর।
লেখলো- প্রিয়ার চোখের কাজল ধোয়া জলই নাকি
গড়ালো সমস্ত রাত, বাদবাকি সব চোখের ফাঁকি!
২৬.০২.২২
মন্তব্য করুন