বনের পাখি বনেই থাকি
চাইনে মনে ঠাঁই,
শিকল দিয়ে রাখো তোমার
মনের দরজায়।
ঝড়-বাদলে ভিজি পুড়ি
ভাঙে সাধের ঘর,
তবু আমার আকাশ দুধে
চাঁদ তারাদের সর।
পরিপাটি দালান-বাটি
নাই বা হোলো কিছু,
মনের সুখে চলছি ছুটে
মেঘের পিছু পিছু।
০১.০৩.২২
বনের পাখি বনেই থাকি
চাইনে মনে ঠাঁই,
শিকল দিয়ে রাখো তোমার
মনের দরজায়।
ঝড়-বাদলে ভিজি পুড়ি
ভাঙে সাধের ঘর,
তবু আমার আকাশ দুধে
চাঁদ তারাদের সর।
পরিপাটি দালান-বাটি
নাই বা হোলো কিছু,
মনের সুখে চলছি ছুটে
মেঘের পিছু পিছু।
০১.০৩.২২
মন্তব্য করুন