সূর্যে আমার চোখ পোড়ে না
চোখ পুড়ে যায় রাতে,
জারজগুলো মিছিল নিয়ে
বেরোয় মশাল হাতে!
ভোগের থালায় দৃষ্টি এদের,
নীতিকথার ঝোলে
মুখ ডুবিয়ে হুস থাকে না
লুঙ্গি মাথায় তোলে।
গর্ত ওদের ভিন্ন হলেও
সব শেয়ালের ডাকই
হুক্কা হুয়া; তাই সারারাত
সজাগ হয়েই থাকি।
বুদ্ধিজীবী(!)র ছয়টা ছানা
এক টেবিলে বসে
ওদের ছকেই আলাপ পাড়ে
লাল হয়ে যায় রোষে!
এসব দেখে চোখ পুড়ে যায়
চোখ পুড়ে যায় রাতে,
জারজগুলো মিছিল নিয়ে
বেরোয় মশাল হাতে!
২৭.০২.২২
মন্তব্য করুন