শিশির / সাইফ আলি

কপালে ঘামের মতো জমে আছে রূপসী তোমার
ভোরের শিশির, তাতে রোদ হয়ে নেমে এলে প্রেম
চোখ বুজে কিছুক্ষণ মেলে দিও গোলাপি উঠোন।

দু’চোখে মেঘের যতো আনাগোনা তার চেয়ে ঢের
রিমঝিম বুকে আর মুখে থাক জোছনার ছাপ,
ঝিঁঝিঁদের মুখে মুখে তুমি আর তোমার আলাপ।

রূপসী তোমার প্রেমে বুদ হয়ে জমে যেই সর
সেটুকুই মুখে পুরে শান্তিতে বুজে আছি চোখ।

২৩.০২.২২

এখানে আপনার মন্তব্য রেখে যান