ও নদীরে…
বইলি কতদূর?
একটু ছুঁয়ে দেনা আমার লবন সমুদ্দুর,
হেয়ালি বাতাস, আমার খেয়ালি রোদ্দুর।।
ঢেউয়ের নিচে ঢেউয়ের বাড়ি
ঢেউয়ের উপর ঢেউ
দুকূল ছুঁয়ে চলার নীতি
শেখাস আমাকেও।।
আমি আদতে ভঙ্গুর…
বুকের ভাঁটায় আগুন জ্বলে
জ্বলে জলের বুক,
দেখ তো ছুঁয়ে এখনো সে
শীতল কতোটুক।।
আমার লবন সমুদ্দুর…
নদীরে…
ছুঁয়ে দিতিস যদি রে
ওরে ও দরদী রে
সঙ্গে নিতিস যদি রে!
আমি আদতে ফতুর,
আমার হৃদয় প্রেমে চুর।
নদী বইলি কতদূর…
০২.০৩.২২
মন্তব্য করুন