আমি এক শাদামাটা কবি
তুষ্টির তেলে ভাজি, চটকায় শব্দের দলা।
এইসব সাধারণ কলা
আম্মার ভাত বাড়া, ভর্তা-ভাজি দেখে
শিখেছি অনেক আগে, সেই ছোটোবেলা।
লোকে বলে শব্দের সেবা
বিরাট কঠিন কাজ, আমি বলি সোজা;
যেভাবে কোকিল গায়, ফুল ফোটে, প্রজাপতি ওড়ে
সেরকমই সাবলিল অথচ নিখুঁত!
শুধু শুধু অকারণ শব্দের বোঝা
বহন করার ভার নিয়েছেন যারা;
কবি নন কবিতার শিক্ষক তারা।
০৬.০৩.২২
মন্তব্য করুন