একটা পাখি রোদ মাখে না গায়ে
অবশ এবং পাথর ডানার দায়ে
কেউ বাসে না ভালো।
রঙিন ডানায় চোখ জুড়ানো মায়া
কিন্তু পাখির ছায়া,
কেউ দেখেনি আজো!
পাখির ঠোঁকে ঠুকরে খাওয়ার ভয়
ধরতে কিছু নোখের পরাজয়!
বুক খুলে দাও বাতাস লাগুক
বাতাস লাগুক হুহু…
৮ই ফাগুন হঠাৎ পাখি
ডাকলো কুহু কুহু!
০৬.০৩.২২
মন্তব্য করুন