ভেবোনা বন্ধু তুমি অত্যাচারির পাশে
বৃষ্টির স্বাদ পাবে কখনো,
অঝর ধারায় যদি ঝরেও সে অঝোরে
কচুর পাতার মতো তোমার হৃদয় তাকে পাবেনা।।
আঁধার ফুরিয়ে যাবে, পাখিদের চোখ নিয়ে
আলোর মিছিলে তুমি যাবেনা?
সাথীদের বুকে বুক রেখে বলো বন্ধু
সেদিন কি কণ্ঠ মিলাবে না?
তোমার বন্ধু কই চোখ মেলে দেখোতো
ভালো আছো তুমি নাকি ভালো নেই,
ক্রমেই অন্ধকার তোমার আকাশটাকে
গিলছে; তোমার চাঁদে আলো নেই।
ভোগের সাগর সেঁচে খুঁজছো যে সুখ সেকি
তোমাকেও ছেড়ে চলে যাবে না?
ক্ষুধায় কাতর চোখ হাসলে তোমাকে দেখে
তুমি তাতে সুখ খুঁজে পাবে না?
১৬.০৩.২২
মন্তব্য করুন