শুনেছি তোমার চোখে তারার মেলায়
হারানো চাঁদের খোঁজে হারিয়েছে কেউ
তাকে যদি খুঁজে পাও বোলো সে যেনো
জোছনার বাঁকে বাঁকে খোঁজে আমাকেও।।
অযুত রাতের সুখ দুঃখ তোমার
বুকের এ সিন্দুকে রাখতে পারো
রূপোর থালায় বেড়ে শিউলি-সময়
আমার এ পিঠে তুমি ঢাকতে পারো।।
আমি অন্ধকারের সাথে হেঁটে বহুদূর
ছুঁয়েছি ভোরের রাঙা সূর্যটাকেও…
হাত বাড়ালেই আমি মেঘ হয়ে যাই,
বৃষ্টি ঝরাই; ফের বৃষ্টি মাখি।
তুমিও আমার মতো হৃদয়ে তোমার
বেঁধেছো আকাশ ভরা মুক্ত পাখি?
আমি শুনেছি তোমার চোখে তারার মেলায়
হারানো চাঁদের খোঁজে হারিয়েছে কেউ…
১২.০৩.২২
মন্তব্য করুন