এখানে এখন ঝড়ের বাতাস, ঝড়;
উঁচু বৃক্ষের নোয়ানো মাথার তাজ
ছুঁয়েছে জমিন। আমরা তবু অনড়,
খুলে খুলে দেখি বাতাসের কারুকাজ।
২৬.০৩.২২
এখানে এখন ঝড়ের বাতাস, ঝড়;
উঁচু বৃক্ষের নোয়ানো মাথার তাজ
ছুঁয়েছে জমিন। আমরা তবু অনড়,
খুলে খুলে দেখি বাতাসের কারুকাজ।
২৬.০৩.২২
মন্তব্য করুন