আজ সন্ধ্যাবেলা উড়াল দিলি পাখি
আমি জোছনা মেখে তোকে ছাড়া কেমন কোরে থাকি?
আঁধার হয়ে নামলো চোখের পাতা
হিসেব নিকেষ শেষ হলো সব, অচল টালিখাতা;
তুই উড়াল দিলি শোধ কোরে সব যার যা ছিলো বাকি!!
পরাণ ছোটো ফুল
ছিলো আপনাতে মশগুল
প্রেম শিখিয়ে করলি তাকে
সবচে বড় ভুল।
তোর হাতের নাগাল পেতে
তোর একটু কাছে যেতে
মেঘের দলে যোগ দিয়ে মন পুড়লো জোছনায়,
এই পোড়া মনে বাঁধবে বাসা ফের কি সে জোনাকি??
৩০.০৩.২২
মন্তব্য করুন