ও চাঁদ
আমিওতো তোমাকেই চাই
তবু ক্যানো তোমার দিকে চেয়ে চেয়ে
হেটে যেয়ে আঁধারে হারাই?
তবে কি অন্য কিছু লেখা ছিলো
তোমার ইশারায়?
তুলো তুলো রুপালি মেঘ
তোমার আবেগ মেখে মেখে
ভাসালো ঐ চিঠি লেখে
আর সেইসব চিঠি-মিঠি গুলো
উড়ে এলো আমার ঠিকানায়?
নদীবুকে যেই সুখে
আসে জোয়ার ভাটা
আমিও সেই সুখ খুঁজে খুঁজে
ভরা জোছনায় ফেলি চোখ বুজে
যদি চোখ পুড়ে যায়!
২২.০৩.২২
মন্তব্য করুন