জ্বেলেছো প্রদীপ তবু কাটেনি আঁধার,
গেড়েছে আসন সেকি হৃদয়ে তোমার?
ডাকছে দেখো রামাদান খুলে দাও দ্বার
লুফে নাও প্রিয়মত সেরা উপহার।।
এসেছে মুকুল, তাকওয়ার ফুল তুমি খুটবে না?
আকাশে তোমার মেঘ কেটে চাঁদ তারা উঠবে না?
তবে এইতো সময়, এ সময় চলে গেলে ফের আবার
জানি না থাকবে কিনা তকদিরে তোমার আমার।।
আহলান সাহলান মাহে রামাদান
রহমের এ নদী থাক সদা বহমান।
আহত জোনাক তুমি জ্বলবে না নাকি
হৃদয়ের কথা তাঁকে বলবে না নাকি?
ভুলপথে হেঁটে হেঁটে ক্লান্ত তুমি; ভার
বইছো ক্যানো সন্দেহ কি যোগ্য না ক্ষমার??
২২.০৩.২২
মন্তব্য করুন