মুঠো ভরা ফুল নাকি ভুল শুধু ভুল;
দুচোখে জমেছে ক্যানো ব্যথার মুকুল?
কাঙ্ক্ষিত রোদে ক্যানো ঝলসালো মন;
মধুর নামে কি তবে বিষ আহরণ?
এ বাগান মরে গেছে ভেতরে ভেতরে
সম্ভাবনার ফুল ঝরেছে অঝোরে,
সুখপাখি উড়ে গেছে কাছে সে আসেনি
মন শুধু মনকেই ভালো তো বাসেনি;
হায়, ভালোবাসা পণ্য তা জেনেছি এখন!
সঞ্চিত সম্পদে সপেছি নিজেকে
নিয়েছি অহংকারে দৃষ্টিটা ঢেকে,
ঢেকে রাখা দৃষ্টিটা মেলেছি আঁধারে
এ আঁধার তুমি ছাড়া ঘুচাতে কে পারে?
প্রভু, জেনেছি গফুর তুমি সবচে আপন।
২২.০৩.২২
মন্তব্য করুন