যাবে না এ দিনগুলো
মেঘ তুলো তুলো ধুলো হয়ে থাকবে,
পাবে না যখন কাছে
দু’হাতে দু’চোখ ঢেকে আঁকবে-
রঙ ছাড়া তুলি ছাড়া…
রঙচঙে গোছানো ফ্লাটে
সময় কি খুব ধীরে ধীরে কাটে?
নাকি আগের মতোই দ্রুত
ছেড়া ছেড়া হুদয় সুতো
খসে খসে যায়…. আ হা হা,!! আ হা হা!!!
গাছের পাতায় মাপা সময়
ছিলো আমার এমন তো নয়,
হাতের আঙুল ছুঁয়েছে ফুল তোমাকে;
ভুলে যাওয়া সহজ তো নয়
দিয়ে থাকো যদি হৃদয় আমাকে।
তবু ভালো থাকো তারা
রঙ ছাড়া তুলি ছাড়া।।
৩১.০৩.২২
মন্তব্য করুন