আমার দৃষ্টি ফিকে ফিকে
আমি চলছি তোমার দিকে
তুমি একটুখানি আমার দিকে এসো
যদি পারো আমার জলে লবন হয়েই মেশো।।
ভরা চাঁদের প্রেমিক নই
নেই জোছনা মাখার সাধ
জেনো তোমাতে করবোই
আমার জিন্দেগী আবাদ।
যাও বাঁকা চাঁদের নাও
মেঘ সাগরে সাঁতরাও;
এই চকোরের খোঁজে বিরান পাঁজরে হাতড়াও!
তুমি দেখবে আমার শুরু যদি দেখতে হবে শেষও।
আমি জোয়ার ভাটা মানি
মেনে বাইতে এ নাও জানি
তবু আমায় নিয়ে বাড়ছে তোমার মিথ্যে পেরেশানি;
যদি ভরসা থাকে তবেই কেবল আমার সাথে ভেসো।
০৪.০৪.২২
মন্তব্য করুন