আমি সেই পাখি নই যার কোনো ঘর নেই,
ঠোঁট নেই, নখ নেই, স্বর নেই।
আমি সেই পাখি নই যার পিছুটান নেই
চোখ নেই, কান নেই।
আমি সেই পাখি নই যার
প্রাণ নেই, মন নেই কোনো;
চোখ উল্টোনো।
১৬.০৪.২২
আমি সেই পাখি নই যার কোনো ঘর নেই,
ঠোঁট নেই, নখ নেই, স্বর নেই।
আমি সেই পাখি নই যার পিছুটান নেই
চোখ নেই, কান নেই।
আমি সেই পাখি নই যার
প্রাণ নেই, মন নেই কোনো;
চোখ উল্টোনো।
১৬.০৪.২২
মন্তব্য করুন