এই সাধনা স্বপ্নগুলো বুকের পাঁজর ফুঁড়ে
বের হবে কি? আকাশ ছোঁবে পাখির মতো উড়ে?
নাকি এক বিষন্নতায় মুষড়ে পড়া দিনে
একলা ঘরে নষ্ট হবে খেয়াল দোষে পুড়ে?
আমাদের স্বপ্ন দেখা ঠিক হবে না অন্য সবার মতো
টাকা আর টাকার পিছে কেবল মিছে দৌড়ে অবিরত;
রঙে আর রূপের মোহে অন্ধকারে বিক্রি হওয়ার আগে
আমাদের ফিরতে হবে জায়নামাজে বেহেশতী গুলবাগে।।
আমাদের গড়তে হবে ফেলুক ঝড়ে যতই ভেঙেচুরে।
আমাদের চোখের পাতা এক হবে না পরাজয়ের ক্ষোভে।
গুটাবো সকল ডানা? কক্ষনো না; মরিচীকার লোভে।
তবে এই হতাশ হাওয়া বুকের কাছে মরছে ক্যানো এসে?
ফাঁশিতে ঝুলতে পারার শপথ ছিলো এ পথ ভালোবেসে।।
হাঁপিয়ে উঠছি কি আজ প্রিয়জনের কবর খুঁড়ে খুঁড়ে?
১২.০৪.২২
মন্তব্য করুন