বদলে দেবো অনেক কিছুই
বদলাবো না নিজে,
ঠান্ডা লাগার অসুখ আমার
মরবো নাকি ভিজে?
বিপ্লবী মন স্বপ্ন দেখে,
স্বপ্ন ভাঙার দোষে
ইচ্ছে করে মিছিল করি
কিন্তু জনরোষে
নিজেই যদি পুড়ি তখন
উপায় হবেটা কি;
তার চেয়ে ভাই নীরব আছি
নীরব হয়েই থাকি।
০৯.০৪..২২
বদলে দেবো অনেক কিছুই
বদলাবো না নিজে,
ঠান্ডা লাগার অসুখ আমার
মরবো নাকি ভিজে?
বিপ্লবী মন স্বপ্ন দেখে,
স্বপ্ন ভাঙার দোষে
ইচ্ছে করে মিছিল করি
কিন্তু জনরোষে
নিজেই যদি পুড়ি তখন
উপায় হবেটা কি;
তার চেয়ে ভাই নীরব আছি
নীরব হয়েই থাকি।
০৯.০৪..২২
মন্তব্য করুন