ঘুমাতে যাওয়ার আগেই আমরা স্বপ্ন দেখা শেষ করি,
দীর্ঘদিন ঘুমিয়ে থাকার মধ্যে কোনো প্রশান্তি নেই;
আমাদের যখন ঘুম ভাঙে তখন মধ্যরাত
জানালা দিয়ে দেখলে সমস্ত শহর অন্ধকার
পাশেই ঘুমিয়ে থাকা স্বপ্নগুলোকে জাগিয়ে তুলি;
আমরা জেগে থাকা অবস্থায় তারা ঘুমাতে পারে না।
১৫.০৪.২২
মন্তব্য করুন