যখন হারিয়ে যায় পাখিরাও মেঘেদের ভিড়ে
আমাদের নীড়ে পড়ে থাকে অপুষ্ট ছানা,
চোখ চায় ঘুম আর পিঠ চায় নরম বিছানা;
আমরা সজাগ হই, কথা কই, শুনি নিজে নিজে-
হাত কাপে, অনুতাপে চোখ যায় ভিজে।
আবার পাখিরা ফেরে
মেঘ গলে বৃষ্টি হয়ে ঝরে
আমাদের ঘরে;
ছানাদের চোখ ফোটে, পালকে পূর্ণ হয় পাখা।
‘কতোদিন ঘুমাইনি’ বলে হাই তুলি ছড়িয়ে দু’হাত
আকাশ অন্ধকার কোরে নেমে আসে আরেকটা রাত।
১১.০৪.২২
মন্তব্য করুন