তোর পুকুরের জল সেচবো না ভাই সেচবো না
আমি এক নদীর মালিক
এতো সহজেই এই সম্মানটুকু বেচবো না।
খাবো আধপেটা তবু টিসিবির পিছে ছুটবো না
না না ফেলে দেয়া তোর ঝুটো রুটি আমি খুঁটবো না;
তুই উপহাস কোরে বাঁকা কথা বল শুনছি
আর ধৈর্যের সাথে এইসব দিন গুনছি
তবু জল ঢেলে তোর ভাঙা কল আমি খেচবো না।
যাক বহুদূর যারা বিত্তের পিছে ছুটছে
আহা কি দারুণ তারা দু’হাতে স্বদেশ লুটছে!
কোনো লাজ নেই, সাজ সাজ চারিদিক বেশতো!
‘খাও ভরপেট, আহা! তোমাদেরই এই দেশতো।’
না না খোঁয়াড়ের আমি ফেলে দেয়া কোনো গরু নই
তুই শকুনের মতো এভাবে আমাকে দেখবি,
এই কপালটা তোর কিনে নেওয়া কোনো খাতা না
তুই ইচ্ছে হলেই নষ্ট গল্প লেখবি;
আমি আমার সাজানো স্বপ্নের কুড়ি বেচবো না।
১১.০৪.২২
মন্তব্য করুন