তুমিই কি সেই কালের ঘোড়া দাবড়ে ফেরা রাজকুমারী
যার দুচোখের লবন জলে ডুবলো হাজার প্রেমের জাহাজ!
তোমার হাসি লেপ্টে আছে জোছনা মাখা রাতের দেহে
কবির কলম থমকে আছে ধরতে তোমার পায়ের আওয়াজ।
হাসছো ক্যানো, ভাবছো আমি আবোল তাবোল কাব্য ঘেঁটে
দু’চার লাইন চোরাই আবেগ লুকিয়ে রাখি বুক পকেটে?
সত্যি না তা, বলছি যা তা হৃদয় দিয়ে শুনেই দেখো
তোমার আমার ফুলগুলো সব রূপোর সুতোয় বুনেই দেখো।
অভিযোগের একটা তীরও গাঁথবে না এই বুকের উপর
নিশানাবাজ হোকনা তোমার দৃষ্টি যতই।
০৩.০৪.২২
মন্তব্য করুন