পাখির বাসায় দুঃখ ক্যানো
দুঃখ ক্যানো বটের ছায়ায়
দুঃখ ক্যানো নদীর ঢেউয়ে
পলিমাটির এই বিছানায়??
এইখানে তো পাখির ঝাঁকে
কিচিরমিচির জীবন ডাকে
সুখী প্রজাপতির পাখায়
রৌদ্র নরম ছবি আঁকে।।
তাহলে এই দুঃখ ক্যানো
লেপ্টে আছে সবুজ পাতায়?
এইখানে মন ধানের শীষে
দোলার কথা, উনিশ বিশে
হাওয়ায় মিঠাই স্বপ্নগুলো
ভাঙছে ক্যানো এক নিমিষে??
ভাঙছে ক্যানো ঘরের ভিতর
হাজারটা ঘর, কার ইশারায়?
১২.০৪.২২
মন্তব্য করুন