যে বাতাস তোমার ঘ্রাণ বয়ে আনে না
প্রাণ বয়ে আনে না,
সে বাতাস হৃদয়ের ভাষা জানে না,
ভালোবাসা জানে না।।
আমি জানালার সবগুলো পাল্লা খুলে
পর্দা তুলে বসে আছি,
তুমি কি তোমার খোপা খুলেছো?
আকাশ চোরের দল তারার অবস্থানে সুখী না
দানব দালান গেঁথে তাইতো আড়াল কোরে দিচ্ছে,
বলো, তোমারও কি এরকমই ইচ্ছে?
যদি তাই হয়, থাক, খোপা খুলো না;
হাসনাহেনার মতো দুলো না।
১৭.০৪.২২
মন্তব্য করুন