রূপোর থালে ভাত বেড়ে দে
জল ঢেলে দে কচুর পাতায়;
দে মিলিয়ে অংকগুলো
একে একে জীবন খাতায়।।
দে মিলিয়ে দে…
মেঘের দলে ভিড়তে গিয়ে
ফেলেছি আঙ্গুল ভিজিয়ে
এখন আমায় সঙ্গে নিয়ে
বৃষ্টি হবে কে?
কোচর ভরা স্বপ্নগুলো
দিলাম তোকে উপহার
একটা মালা গেঁথে যদি
দিতিস প্রিয় তুই আমার।
দুর্বাঘাসে মাঠ মুড়িয়ে
বসেছি চৌকাঠ পুড়িয়ে
দুঃখগুলো দে উড়িয়ে
নাটায়ে বেঁধে…
০৪.০৪.২২
মন্তব্য করুন