শহর জোড়া রঙিন ঘোড়া
আমার চোখে শাদাকালোই
প্রশ্ন করো কেমন আছি?
এই তো দাদা চলছে ভালোই।
বেতন আমার হাজার কুড়ি
মাসের শেষে হাওয়ায় উড়ি
কাব্য ভাজি, জোকার সাজি
মধ্যরাতে চাবাই মুড়ি।।
এইতো জীবন যাচ্ছে কেটে
ছোট্ট ফ্ল্যাটে স্বল্প আলোয়।
মানিব্যাগের গোপন সেলে
হাজার খানিক রাখি ফেলে
বাজার শেষে রাস্তা ভুলে
দূরে কোথাও হারায় গেলে।।
ফিরতে পারি বাড়ি যেনো
বউয়ের কোলে ভালোয় ভালোয়।
পোলাপানের শুনলে দাবি
হয়ে উঠি খুব হিসাবি
মুচকি হেসে বোঝাই তাদের
আর কটাদিন পরেই পাবি।।
তারাও বোঝে সকল দাবি
বিলীন হবে চাঁদের আলোয়।
১১.০৪.২২
মন্তব্য করুন