আমি চাই তুমি সুর হয়ে যাও
শুভ্র শিউলি হুর হয়ে যাও
চাঁদ হয়ে যাও, জোছনা ছড়াও, হৃদয় লোটো
এই বাগানের সবগুলো সুখ তুমিই খোটো।।
না থাকুক তোমার পথে কাটার আঘাত
জোনাকি জ্বলুক পাশে সমস্ত রাত
হতাশা তোমায় ছুঁয়ে লীন হয়ে যাক
ও ঠোঁটের মিষ্টি হাসি দুঃখ ভুলাক।।
সকালের সূর্য হয়ে তুমিই ওঠো।
জানিনে কোন সাগরে ঢালবে ও জল
এ চোখে তাকাও, দেখো করছিনে ছল;
যদি চাও তোমার বুকে ডুবতে পারি
হৃদয়ে অক্সিজেনের ঘাটতি ভারী।।
শরতের মেঘ কখনো দৃষ্টি তোমার
কদমের সুবাস মাখা বৃষ্টি তোমার;
তোমাতে শাপলা তোলার আনন্দ আর
বেঁচে থাক প্রভুর দেওয়া সব উপহার।।
এ হৃদয় রাজ্য তোমার, তুমিই লোটো।
২০.০৪.২২
মন্তব্য করুন