কুয়াশা ঠেলে ঠেলে
এসেছি সবই তো ফেলে
যা কিছু ছিলো দু’হাতে
হারিয়ে একা বিকেলে।।
কতদূর সে মঞ্জিল বলো
কাওসার টলোমলো পেয়ালায়?
আমি কি ক্ষমা পাবো হায়?
দুচোখের নেশা কেটেছে
কেটেছে আঁধার রাত
বুঝেছি শাদা-কালোর
চিরন্তন এ তফাৎ;
নিজেকে বলেছি আমি,
বলোতো তুমি কি পেলে?
স্বপ্ন হারানো পাখি
ফের আবার ডানা মেলতে চায়
হে প্রভু রেখোনা আমায়
একাকি এবং অসহায়।।
দুর্বল হৃদয়ে আমার
দিওগো প্রশান্তি ঢেলে।
১৮.০৪.২২
মন্তব্য করুন