ক্ষতি নেই তুমি আমাকে রেখোনা মনে
আমি ভালোবেসে যাবো নীরবে খুব গোপনে।।
ভালোবাসে ফুল শত করি ভুল তাও
ভালোবাসে পাখি, দক্ষিণ জানালাও
তাই আমিও বাসবো ভালো
তুমি না দাও তোমার আলো প্রয়োজনে।।
এই সময়টা খুব কঠিন জানো তো প্রিয়
এই সময়টা খুব এলোমেলো ঝোড়ো হাওয়া,
খুব কঠিন এখন নিজেকেই খুঁজে পাওয়া।
ক্ষতি নেই তুমি আমাকে যাচ্ছো ভুলে
আমি বলবো না এসে পুরাতন কথা তুলে
ভালোবাসতেই হবে, আসতেই হবে ফিরে;
আমি ডাকবো না কোনোদিন কোনো আয়োজনে।।
২৪.০৪.২২
মন্তব্য করুন