কোনোদিন আমি যদি চাই
তোমার চশমা হতে
তুমি কি মানবে?
তুমি কি তা মেনে নেবে
একজন এমন থাকুক
যে তোমার দৃষ্টি জানবে?
হয়তোবা আমি তাই চাই,
হয়তোবা চাইনে কখনো।
মানুষের কতো কিছু থাকে
হৃদয়ের গভীরে লুকোনো!
২৪.০৪.২২
কোনোদিন আমি যদি চাই
তোমার চশমা হতে
তুমি কি মানবে?
তুমি কি তা মেনে নেবে
একজন এমন থাকুক
যে তোমার দৃষ্টি জানবে?
হয়তোবা আমি তাই চাই,
হয়তোবা চাইনে কখনো।
মানুষের কতো কিছু থাকে
হৃদয়ের গভীরে লুকোনো!
২৪.০৪.২২
মন্তব্য করুন