মন ভাঙলে মনের জোড় লাগে না
মন কি কাচের গুটি
ভাঙা মন জুড়তে আমি সারাটা দিন ছুটিরে
সারাটা দিন ছুটি।।
মন কি পাথর-নুড়ি
মন কি নাটাই-ঘুড়ি
রস পাবে না, কাটলে সুতা হারায় যাবে?
সে তো এক পাখির ছানা মেললে ডানা মুক্তি পাবে।।
প্রেমিকের বসবে ডালে খুঁজতে প্রিয় জুটিরে
খুঁজতে প্রিয় জুটি…
আগুনে পুড়লে সে কি ছাই হয়ে যায়
দুটো মন সারাটা রাত পুড়তে পারে এক বিছানায়
মনকে প্রশ্ন করো,
জাপটে ধরো, বুকের খাঁচায় বন্দী করো,
শুনো না সব ইচ্ছে তার, যুদ্ধ করো, সন্ধি করো;
গাড়ো খুব শক্ত খুটিরে।।
গাড়ো খুব শক্ত খুটি…
১৭.০৪.২২