যে কথা তোমার সাথে
মুখ ফুটে কিভাবে তা কই,
অবাধ্য গোলাম আমি
এর চেয়ে বেশি কিছু নই।
লুকোনোর যতো কিছু
তুমিই তা লুকিয়েছো তাই
পাপের পাহাড় কাঁধে
বেঁচে আছি। লোকলজ্জায়
এখনো মরিনি। প্রভূ,
তুমি যদি না শিখিয়ে দিতে
হয়তোবা পশুদের মতো
পৃথিবীর অলিতে গলিতে
নিজেকে জাহির করে
ভাবতাম এইতো জীবন,
অন্ধকার, বেওয়ারিশ
পচাগলা লাশের মতোন,
হঠাৎ ফুরিয়ে যাওয়া পথ;
অর্থহীন সময় ক্ষেপণ।
প্রভু, যে কথা তোমার সাথে
সে কথাটা থাকুক গোপন।
২৩.০৪.২২
মন্তব্য করুন