অসীম সবুজে
গুঁজে
চোখ, ফেলে রেখে নিঃসীম নীলে
মন, অফুরন্ত ফুলের মিছিলে
বিছিয়ে নাসিকা আর বসন্তবাতাসে পেতে দিয়ে কান
শুনবো আমরা শুধু মহাকাল সমুদ্রের গান
একসাথে
আজ রাতে।
হিরোশিমা নাগাসাকি থেকে আমরা এসেছি ফিরে।
আমরা দেখেছি আমাদের মাটির কুটিরে
সোনার বিমান হতে কিভাবে ধ্বংসের লাল ডিম
ফেলে দেয় বিজ্ঞানের অবোধ কাছিম।
আমরা জীবন দিয়ে করেছি পরখ
সভ্যতার পূঞ্জিভূত সব প্রজ্ঞা আর দর্শনের নিকৃষ্ট নরক।
আজ তাই প্রকৃতির কোলে হরিণশিশুর মতো আমাদের ফিরে আসা।
ফুল, পাখি, বৃক্ষরাজি, নদী আর নক্ষত্রের ভাষা
শিখতে শিখতে ফের প্রাকৃতিক হয়ে যাবো
আর সাঁতরাবো
চিতল মাছের মতো রূপালি, স্বাধীন,
অথই আলোয় আর উত্তাল ছায়ায় সারারাত সারাদিন।
প্রিয়তমা, তেজস্ক্রিয়প্রেম নগরের ডাস্টবিনে শুধু থাক,
আর রোবটদেরই একান্ত খোরাক
হোক
সব উত্তেজক
ফর্মালিনভালবাসা পৃথিবীর;
আমাদের খাদ্য আজ বাতাসের শীতল বুদ্বুদ আর তুলতুলে ঘাসের শিশির।
৩০.৯.২০১৪ মিলনমোড়, সিরাজগঞ্জ