তুমি বসে থাকো পাশে, আমি দেখে যাই তোমার চোখের মতো আমার এ দেশ;
তারও দুই চোখে সমুদ্রের ঢেউ খেলা করে-অন্তহীন, অথই, অশেষ-
বুনোহংসের মতো ডুব মেরে আমি চলে যাই তার বুকের গভীরে-
সেখানে শুনতে পাই তোমারই হৃৎস্পন্দনের মতো তারও বুকের আওয়াজ;
যেভাবে কৃষক দিবসের শেষে ক্লান্ত পায়ে ফিরে আসে তার নীড়ে
আমার হৃদয়ও সেইভাবে তার কাছে ফিরে আসে আজ।
তুমি বসে থাকো পাশে, আমার কাঁধের ’পরে রেখে দাও ঘাসের মতন একখানা হাত-
পাখিরা অন্দরে ফিরে গেলে তোমার চুলের মতো নেমে আসবে রাত-
সেই রাতে ফুটবে হাস্নাহেনা, আকাশের এখানে ওখানে কয়েকটি তারা;
একটি শেয়াল ছুটে যাবে অন্ধকারে-তুমি যেন পেয়ো না হে ভয়-
বাঘের মতন নয় ওরা-কুঁতকুঁতে চোখ, বড় ভীতু; সারা রাত আমার হৃদয়
দিয়ে যাবে ঈশা খাঁর মতো তোমাকে পাহারা।
তুমি বসে থাকো পাশে, আমি কাহ্নপার চোখে চেয়ে চেয়ে দেখি নির্বাক নিশ্চুপ
আমার বাংলাদেশ আর তুমি একাকার হয়ে, হয়ে গেছো এক কায়া এক রূপ।
২৪.২.২০১৬ শেষ রাত, সিরাজগঞ্জ
মন্তব্য করুন