আলো হাতে নেমেছি পথে
আমি এক অন্ধ পথিক
এ আঁধার দূর কোরে দাও
দূর কোরে দাও গো মালিক।।
জীবিকার অন্বেষনে
ছুটেছি পাহাড়-সমতল
সাগরের ঢেউ ভেঙেছি
ভেবেছি নিজেকে সফল,
অথচ জীবন সন্ধ্যায়
ঢেকে গেছে দৃষ্টি কুয়াশায়;
এ কুয়াশা বড্ড জাগতিক।।
ভুল ফুলে মৌ খুঁজেছি
আমি এক অন্ধ মৌমাছি,
ঝাড়বাতিতে সাজানো প্রাসাদ
অট্টহাসি দিচ্ছে সমাধি;
একটুখানি নূর ঢেলে দাও
নূর ঢেলে দাও দু’চোখে
অন্ধকারে ডুবছে চারিদিক।।
০৯.০৫.২২
মন্তব্য করুন