এইতো জানালা খোলা
এখানে এসো এসো রোদ
এই পথে এসো বাতাস
এই পথে দেখি আকাশ।।
দেয়ালে দেয়ালে এঁকেছি খেয়ালে
যে পাখি যে গাছ
যে নদী যে মাছ
যে সূর্য, পূর্ণিমা চাঁদ
সে করুক এখানে আবাদ।
এইতো জানালা খোলা
এইতো সে নাগরদোলা!!
ঝরেছে যে ফুল
সে খোঁজে আঙ্গুল
হয়তো মালা হতে চায়,
নয়তো সে আপনভোলা।।
এইতো জানালা খোলা…
০৭.০৫.২২
মন্তব্য করুন