এলোমেলো এই সংসারটাকে সরলরেখায় টেনে
কি হবে বন্ধু ভালোই তো আছি ভালো আছো তুমি জেনে।।
আমার সকাল একটু না হয় অন্যরকমই হলো
একটু না হয় কড়া লিকারের সাথে দু’চামচ চিনি,
এলিট চা আজও বানাতে শিখিনি প্রেসক্রিপশন মেনে।।
এই প্রজাপতি মন রঙিন ভীষণ আকাশের ক্যানভাসে
যা খুশি আঁকুক মুছে ফেলা যায় চিন্তার কিছু নেই
তুমি হাত ধরে ক্যানো টানছো আমাকে বলো
আমি ভেলার মানুষ কখনো চড়িনি ট্রেনে।।
ছড়ানো ছিটানো পুঁথিগুলো থাক যে যার অবস্থানে
প্রত্যেকে ওরা নিজের মূল্য জানে
মালা গেঁথে আজ কি হবে কুড়িয়ে এনে??
০৪.০৫.২২
মন্তব্য করুন