খোলস খুলে আইনা কাছে
হাতের তালুই যেটুক আছে
সেটুক প্রেমই দে
শান্ত হয়ে ঘুমোই গিয়ে রাতের আঁধারে।।
নেই কিছু নেই আমার নামে
কপাল তবু ক্যান যে ঘামে
কইতে পারিনে,
দুখের নদী এই জলধি বইতে পারিনে।।
চরের বালি কি সুখ পালি
একলা রোদে পিঠ পুড়ালি
ঘর হয়ে যা রে,
শান্ত হয়ে ঘুমোই পড়ে জোছনা সায়রে।।
১৬.০৫.২২
মন্তব্য করুন