চাঁদ হেসেছে তাই হেসেছে আকাশ
ফুল ফুটে সুরভিত করেছে বাতাস
তুমি ক্যানো বসে আছো ওগো মুজাহিদ
এই অবহেলার কি আছে অবকাশ?
কতো নদী বয়ে গেলো রেখে গেলো দাগ
একটা হৃদয় হলো শত শত ভাগ
প্রতিযোগিতার নামে হিংসার চাষ
করলো সবাই শুধু আহা বারোমাস!!
মজলুম কুঁড়িগুলো কাঁপে থরথর
জালিমের দুধে জমে আরো ঘন সর
চাটুকার নাকি তার হয়েছো গোলাম
কে তোমার রব বলো তুমি কার দাস।।
কাঙ্খিত মঞ্জিল আরো বহুদূর
পার হতে হবে জেনো এ সমুদ্দুর
অবসর যাপনের আছে কি সময়
চারিদিকে তাগুতের বিজয়োল্লাস।।
০৯.০৫.২২
মন্তব্য করুন