জলের বুকে মরলি ডুবে
জলের মায়া বুঝলি নারে;
দ্বন্দ্ব বাধাস পশ্চিম পূবে,
খুঁজলি না তুই খুঁজবি কারে??
দুঃখ সুখে জীবন যাপন
চাসনা নিতে দুঃখটারে
কাঙাল হয়ে মরবি ঘুরে
সারাজীবন সুখের দ্বারে।।
যে দেবে সে না দিলে তোর
কি আসে যায় হাহাকারে।
মাটির মানুষ হবি মাটি
মাটিতে পা ফেললি নারে
আপন কে আর পর কে বা তোর
বুঝলি না তুই এই সংসারে।।
সব পেতে তুই সব হারিয়ে
হাতড়ে ফিরিস কোন আঁধারে?
০৮.০৫.২২
মন্তব্য করুন