তারা জানতে চায়
খোলা জানালায়
কিভাবে পাই তোমায়!
তুমি আকাশের প্রসস্থ বুক
মেঘেদের রঙিন চিবুক
খোলা হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়!!
পাখিদের কোনো ঘর নেই
দুঃখ ল্যাখেনি
তবু সন্ধ্যার পথে চেয়ে
স্বপ্ন দ্যাখেনি,
আমি স্বপ্ন ভাঙার বেদনায়
হাসি তোমার ইশারায়।।
জোনাকির সবুজ আলোয়
প্রাণ পেয়েছে আঁধার,
ভরা পূর্ণিমাতে বসেই
আজ বাড়ছে হাহাকার।
আমি যতোই পূর্ণ করি
তুমি ততোই শূন্য হও
তুমি আমার অধিকারে
তবু আমার বাধ্য নও,
ওরা খুঁজছে তোমায় বস্তুবাদের
গরম বিছানায়!!
২৭.০৪.২২
মন্তব্য করুন