ফুল দেখিয়ে সে বললো আমাকে,
ভালোবাসো এই ফুল?
তার চেয়ে- আমি বললাম তাকে,
ভালোবাসি এই চুল।
নদী দেখিয়ে সে বললো, যুবক,
ভালোবাসো এই নদী?
তার চেয়ে ভালো- বাসি এই চোখ
নিরলস নিরবধি।
বললো বাতাবি চাঁদ দেখিয়ে সে,
ভালোবাসো এই চাঁদ?
শুধু এই মুখ- বললাম হেসে,
ভালোবাসবার সাধ।
অতঃপর আমি তার কাছ থেকে
ফেরালাম চোখ যেই,
পার্কে, উঠোনে, বেডরুমে, লেকে
কোথাও সে দেখি নেই!
উঠলো বর্ত- মান ও আগামী
পাতার মতন দুলে-
আবডাল থেকে বললো সে, আমি
আছি চাঁদ-নদী-ফুলে।
১.৩.২০১৬ সিরাজগঞ্জ
মন্তব্য করুন