প্রিয়তমা / সায়ীদ আবুবকর

গজনির সুলতান হয়ে ছুটেছি স্বপ্নের দেশে, লুকিয়ে হৃদয় ভীতু-
কুসুমেরা বাড়িয়েছে ঠোঁট চুমা দিতে করতলে,
সরিয়ে নিয়েছি হাত। বন্দরে বন্দরে বহু হেঁটে আর সাঁতরিয়ে বহু জলে,
অবশেষে, প্রিয়তমা, তোমাতে হয়েছি থিতু।

তোমাতে দিয়েছি ডুব, ভাবিনি কী পরিণতি-
দেখতে চেয়েছি ডুব দিয়ে কত দূর জীবনের তল;
যখন প্রণয়ে মজে হয়ে যায় হৃদয় চঞ্চল
কে খোঁজে তখন, হায়, কী লাভ কী ক্ষতি!

ধুলাতে গুড়িয়ে দিয়ে বহু দেশ-মহাদেশ আর তার রাজধানী
যেভাবে তৈমুর লঙ ফিরেছিল সদর্পে, সমরকন্দে;
উত্তাল আনন্দে
সেইভাবে ফিরেছে আমার মন তোমাতে, হে রানী।

তুমি বসে থাকো পাশে, নির্নিমিখ আমি দেখি তোমার নয়ন
টাইটানিকের মতো যেখানে গিয়েছে ডুবে শরীর ও মন।

৭.৩.২০১৬ সিরাজগঞ্জ

মন্তব্য করুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  পরিবর্তন )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: