প্রিয়তম ভুলে যাও কেউ এক পথ রচেছিলো
তুলতুলে ঘাস আর হৃদয়কে দুই ভাগ কোরে,
ভুলে যাও কেউ এসে কোকিলের মতো
গান ধরেছিলো খুব তোমাদের কাকের শহরে।
২৭.০৪.২২
প্রিয়তম ভুলে যাও কেউ এক পথ রচেছিলো
তুলতুলে ঘাস আর হৃদয়কে দুই ভাগ কোরে,
ভুলে যাও কেউ এসে কোকিলের মতো
গান ধরেছিলো খুব তোমাদের কাকের শহরে।
২৭.০৪.২২
মন্তব্য করুন