মাঝে মাঝে ভুল মনে হয়
আমাদের এই পরিচয়
কি কোরে সইবে হৃদয়
ভুল পরিচয়, ভুল পরিণয়??
আমি যাই এক দিকে আর তুমি ধাও অন্য দিকে
কিভাবে এমনটা হয় বাসলে ভালো এক নদীকে?
নদী দেয় জবাব আমার
উজানি স্বভাব আমার;
ভাটি তোমার কথা কয়।।
জানি না ভুল কি সঠিক
এ জীবন নিয়মমাফিক চললো কবে
হবেনা মিলন তা মন বললো কবে?
সাগরের নীল বেশুমার তোমার ঐ চোখের নীরে
ভাসাতে নৌকা আমার দেখেছি হৃদয় চিরে
ফুটেছে একটা গোলাপ
গোপনে খুব গোপনে;
সে তোমার চাচ্ছে সময়।।
০৬.০৫.২২
মন্তব্য করুন